শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম আমখাওয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে এবং আহত অন্তর একই গ্রামের জলিল মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে বকশীগঞ্জের দিকে আসছিলেন রফিক ও অন্তর। পথে সূর্যনগর এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের ওই দুই আরোহী।
খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসআরএস