জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ঈগল-৮ কাউখালী লঞ্চঘাট ছাড়ার পরপরই সন্ধ্যা নদীতে নোঙ্গর করা জাহাজ চট্টগ্রাম থেকে আসা যশোরের নওয়াপড়াগামী গম বোঝাই কোস্টার এমভি হাজী সফিউদ্দিন-৪ কে সজোরে ধাক্কা দিয়ে পাশে নোঙর করা শেখ মাজেদা খাতুন গম বোঝাই কার্গো জাহাজকে ধাক্কা দিলে তিনটি জাহাজেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
সফিউদ্দিন জাহাজের মাস্টার আজাদ হোসেন বাংলানিউজকে জানান, তাদের জাহাজের প্রায় এক হাজার টন গম অন্য পাশের জাহাজেও ৯৫০ টন গম বোঝাই থাকায় নিরাপত্তার জন্য কাউখালী থানা সংলগ্ন সন্ধ্যা নদীতে নোঙর করা অবস্থায় ছিল।
ঈগল-৮ লঞ্চের মাস্টার বেলাল হোসেন বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চের মাস্টার দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এনটি