ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: দায়িত্ব পালনের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে তাদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক পোয়ারা গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য বলেন, রুটি-রুজির নিশ্চয়তা চাই।

সাংবাদিকদের সুরক্ষা চাই। কাজ করে বেতন পাই না। বছরের পর বছর বেতন বৃদ্ধি হয় না। আমরা কাজ করে নির্যাতনের শিকার হয়েও বেতন পাই না। আর মালিকরা বাড়ি-গাড়ি করছেন। এ জন্য গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

তিনি বলেন, আমরা সবার কথা বলি। অথচ আমাদের কথা বলার কেউ নেই।

এনটিভির সিনিয়র রিপোর্টার শফিক শাহিন বলেন, আমাদের দুর্বল ভাববেন না। সাংবাদিক সমাজ জেগে উঠলে নির্যাতনকারী, হামলাকারীরা টিকে থাকতে পারবে না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। সাংবাদিকদের রক্ত বৃথা যেতে দেব না। সাংবাদিক আহত কেন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই।

এসময় দেশের অনলাইন নিউজপোর্টাল, প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।