শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরিফিন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার প্রমুখ।
এসময় বক্তারা সম্প্রতি পুরান ঢাকার নয়াবাজার এলাকায় নিউজ টোয়েন্টিফোর ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা এবং নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের জোর দাবি জানান।
নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন, নিউজ টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো কাওসার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক কোষাধ্যক্ষ কমল সেন গুপ্ত, বিএসএল নিউজের সম্পাদক মো. মশিউর রহমান, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএস/এফএম