ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আশুগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাংলানিউজকে জানান, ওই ব্যক্তি মহাসড়ক পার হতে গিয়ে প্রথমে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।