আটক দুইজন হলেন- আসাদুজ্জামান (৫৬) ও হুমায়ুন কবির (৪৮)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সিটি করপোরেশন পাকা মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, ১৩ জানুয়ারি বাংলাদেশ সবিচলায়ের সামনে খোলা বাজারে বিক্রয়ের জন্য টিসিবি থেকে দেড় হাজার কেজি পেঁয়াজ নেয় মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান ও তার সহযোগীরা নির্ধারিত স্থানে পেঁয়াজ বিক্রি না করে মজুদ করে রাখে। সেসব পেঁয়াজ কারওয়ান বাজারের সামনে কালোবাজারিতে বিক্রয়ের সময় অভিযান চালিয়ে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, টিসিবির গুদাম থেকে ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য উত্তোলন করা পেঁয়াজ মজুদ করে কালোবাজারির মাধ্যমে বিক্রয় সময় ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজসহ দুইজনকে আটক করা হয়েছে। বেশি লাভের আশায় খোলাবাজারের পেঁয়াজ মজুদ করে বাজার অস্থিতিশীল করে রাষ্ট্র ও সরকারকে বিব্রত করায় তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
পিএম/এইচএডি/