শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহ সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা সুন্দরবনের মর্যাদা বৃদ্ধি ও সুন্দরবন সুরক্ষায় ১৪ ফ্রেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করার দাবি জানান সরকারের কাছে। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
এছাড়া বাগেরহাট জেলার মোংলা ও শরণখোলা উপজেলায় একইবাবে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসএইচ