ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে কিশোরী ধর্ষণের অভিযোগে দিনমজুর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বাগেরহাটে কিশোরী ধর্ষণের অভিযোগে দিনমজুর গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের রামপালে ১১ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাম হোসেন (৫৫) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রামপাল উপজেলার শিকিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গোলাম হোসেনকে আটক করে।

 

এর আগে, বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে গোলাম হোসেনকে আসামি করে রামপাল থানায় মামলা করেন।

গ্রেফতার গোলাম হোসেন শিকিরডাঙ্গা গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।

মায়ের অভিযোগ থেকে জানা যায়, ১৪ তারিখ শিকিরডাঙ্গা এলাকার পাশের একটি বালির মাঠে গোবর সংগ্রহ করতে যান ওই কিশোরী। এসময় তাকে একা পেয়ে ধর্ষণ করে গোলাম হোসেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখায় গোলাম হোসেন। পরে কিশোরী তার মাকে বিষয়টি বলে দেয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বাংলানিউজকে বলেন, কিশোরীর মায়ের করা মামলায় আমরা গোলাম হোসেনকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।