ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না রাজশাহীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না রাজশাহীতে

রাজশাহী: রাজশাহীতে আগামী শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিবিবি-৩ নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর কাটাখালী গ্রিড উপকেন্দ্র ও শালবাগান উপকেন্দ্রে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এজন্য আগামী শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে বিবিবি-৩ নেসকো লিমিটেড।  

বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় সবার কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।