ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রখ্যাত আলেম পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
প্রখ্যাত আলেম পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী আর নেই পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।  

শনিবার (২১ নভেম্বর) ভোরে ৪টা ১৫মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বাংলানিউজকে জানান, শনিবার বাদ আছর আড়াইবাড়ী দরবার শরীফের মাঠ চত্বরে জানাজা শেষে প্রখ্যাত ওই আলেমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাইসার ভূইয়া জীবনসহ অনেকেই।  

এদিকে এই আলেমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্রমহলে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।