ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বনদস্যুদের ব্যবহৃত অস্ত্র-নৌকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বনদস্যুদের ব্যবহৃত অস্ত্র-নৌকা জব্দ

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের তালপট্টি সংলগ্ন খালে অভিযান চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত একটি পাইপগান ও ডিঙ্গি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে, এ সময় কোনো বনদস্যু আটক হয়নি।

শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লে. এম মমিনুল ইসলাম পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের সদস্যরা পশ্চিম সুন্দরবনের তালপট্টি সংলগ্ন খালে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সেলিম ও মাসুম বাহিনীর সদস্যরা বনের মধ্যে পালিয়ে যায়। এসময় ওই এলাকা থেকে বনদুস্যদের ব্যবহৃত একটি পাইপগান ও ডিঙ্গি নৌকা জব্দ করে অভিযান পরিচালনাকারী দলটি।

জব্দ করা পাইপগান ও নৌকা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।