ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত 

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে অজ্ঞাত গাড়ির চাপায় সেহেল রানা (৩৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।  

শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহেল রানা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আব্দুল আওয়ালের ছেলে। তিনি একটি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বলে জানা গেছে।  

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন সোহেল। পথে হেমায়েতপুর আলমনগর এলাকায় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেই সঙ্গে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।