ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ফেনীতে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেনী: ফেনীতে মাস্ক না পরায় পাঁচজনকে ও অনুমতি ছাড়া অবৈধভাবে ওষুধ তৈরি করায় এক ইউনানি কোম্পানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২২ নভেম্বর) দুপুরে ফেনী শহরের তাকিয়া রোডে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এ সময় দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ কোম্পানি পরিচালনা করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউনানি ওষুধ উৎপাদন ও ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশে নষ্ট হওয়া কেমিক্যাল সংরক্ষণের অপরাধে বেঙ্গল ইউনানির মালিক মাহমুদ হাসান ইকবালকে ৩০ হাজার টাকা জরিমানা হয়।  

এছাড়া করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক না পরার অপরাধে শহরের তাকিয়া বাজারের শহীদুল ইসলামকে ১০০ টাকা, আবু তাহেরকে ১০০ টাকা, আবুল কালামকে ৫০ টাকা, স্বপনকে ২০০ টাকা ও ফারুককে ১০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ঔষধ প্রশাসন ফেনীর সহকারী পরিচালক শেখ আহসানউল্লাহ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করার পাশাপাশি জরিমানাও করা হবে। যাতে মানুষ এ বিষয়ে সচেতন হয়ে উঠতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।