ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠক

ঢাকা: ২০২১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অথবা ২০২২ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহানের মাধ্যমে যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।

বৈঠকে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকার দূতাবাসের সহয়তার জন্য সন্তোষ প্রকাশ করেন ড. মোমেন। এছাড়া রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।