ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে বাসের ধাক্কায় কন্যাশিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
উলিপুরে বাসের ধাক্কায় কন্যাশিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাসের ধাক্কায় রাজিয়া সুলতানা রিনতি (৭) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার মেয়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের রনজু মিয়ার কন্যাশিশু রিনতি নিজ বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় উলিপুর থেকে রংপুরগামী এমএন ক্লাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামে একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির সড়ক দুঘটনার শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।