ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী পৌরসভায় ৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
নোয়াখালী পৌরসভায় ৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন 

নোয়াখালী: নোয়াখালী পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোনাপুর পৌর বাস টার্মিনাল, সুপার মার্কেট ও কিচেন মার্কেটসহ ৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভার হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভার অর্থায়নে ১৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সোনাপুর পৌর বাস টার্মিনাল, পৌর কিচেন মার্কেট ও সুপার মার্কেট।

নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।