ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মাস্ক না পরায় ১৬ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
সৈয়দপুরে মাস্ক না পরায় ১৬ জনের জরিমানা মাস্ক না পরায় জরিমানা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এবার মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরা ১৬ জনের কাছ থেকে ২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শহরের পাঁচমাথা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, আইন না মানা ও উদাসিন ব্যক্তিদের প্রতি আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলমান। সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।

এ সময় সঙ্গে ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরমান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।