ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২০ হাজার ইয়াবার বড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
টেকনাফে ২০ হাজার ইয়াবার বড়ি জব্দ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের পানখালী এলাকা থেকে ২০ হাজার ইয়াবার বড়ি  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অভিযান চালানো হয়।

টেকনাফ- বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বাংলানিউজকে জানান, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে পানখালী এলাকায় ইয়াবার বড়ি বেচা-কেনা হতে পারে এমন, তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল গোপনে সেখানে অভিযান পরিচালনা করে। সময় এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে পানখালী এলাকার দিকে আসতে দেখে সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এতে বিজিবির উপস্থিতি টের পেয়েই ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবার জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।