ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার গাঁজাসহ গ্রেফতার বাবা ও ছেলে

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাদের নামে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিন ভোরে বাবা-ছেলেকে আটক করা হয়। গ্রেফতার দু’জন হলেন- আলম হাওলাদার (৫০) ও ছেলে নছিম হাওলাদার ওরফে রেজাউল (২০)।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চিড়াপাড়া ইউনিয়নে চিড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আলম ও ছেলে নছিমকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়িটি থেকে পাঁচ কেজির গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।