ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
বাগেরহাটে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার  প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটে ধর্ষণ মামলায় হাফিজুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার কোণ্ডলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিন সকালে বাগেরহাট মডেল থানায় হাফিজুলকে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগী।

হাফিজুল কোণ্ডলা গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৫ নভেম্বর এক কলেজ শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক অশালীন আচরণ ও নগ্ন ছবি ধারণ করেন হাফিজুল ইসলাম। এর পর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ওই শিক্ষার্থীকে হাফিজুল ধর্ষণ করেন। সর্বশেষ ২২ নভেম্বর রাতে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে অর্থ দাবি করেন এবং অর্থ না দিলে তার ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন হাফিজুল।  

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীর করা মামলায় অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা গ্রেফতার আসামির ডিএনএ টে পরীক্ষা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।