ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল আলুবাজারের একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফরহাদ হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ গাইবান্ধা সদর উপজেলার রফিকুল হকের ছেলে। সে  আলুবাজারের নির্মাণাধীন ওই ভবনেই থাকতো।

ফরহাদের বড় ভাই আউস মিয়া বাংলানিউজকে জানান, তারা এক সাথে আলুবাজারের ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করতেন। সন্ধ্যায় ফরহাদ ভবনটির আন্ডারগ্রাউন্ডে একটি কাঠ আনতে যায়। পরে সেখানেই বিদ্যুতের তারের সাথে লেগে স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।