ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে পিস্তল ও গুলিসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কামারখন্দে পিস্তল ও গুলিসহ ১৮ মামলার আসামি গ্রেফতার গ্রেফতার কোরবান আলী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে গোয়েন্দা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ কোরবান আলী (৩৮) নামে ১৮টি বিচারাধীন মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার কোরবান আলী কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক রতন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ঝাঐল ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কোরবানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতটি ডাকাতি, তিনটি অস্ত্র মামলাসহ চুরি ও মাদক মিলিয়ে মোট ১৮টি মামলা রয়েছে। যার সবকটি বিচারাধীন।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।