পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় (৪২) নামে পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার লক্ষীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার টেপরীগঞ্জ এলাকার হলেস্বর চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করে দেবীগঞ্জে বাড়ি ফেরার পথে যাওয়ার সময় লক্ষীর হাটে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুলাল মারা যান।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হাসান সরকার বাংলানিউজকে জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কেএআর