বরিশাল: বরিশালে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় নারী সহ ছয় জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখান থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিপুরের মগরপাড়া এলাকা থেকে চম্পা বেগমকে ৮০০ পিস, আমানতগঞ্জের ইসলামিয়া কলেজের সামনে থেকে রুম্মনকে সাত পিস, শফিককে ২০ পিস, রফিককে ৩০ পিস এবং পলাশপুর পিকনিক স্পটের সামনে থেকে মুরাদকে ৩০ পিস ও কামরুলকে ৩১৩ পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে স্ব স্ব থানা এলাকায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. মহিউদ্দিন ও খাইরুল আলম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমএস/কেএআর