ঢাকা: মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর আওতায় স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ।
বুধবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
তাদের দাবিগুলো হলো— মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) সংশোধিত’ এর লিফদের চাকরি জাতীয়করণ করতে হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সব লিফকে ১৯ ও ২০তম গ্রেডে বেতন-ভাতা দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ পদ সৃষ্টি করে সব লিফকে সেখানে পদায়ন করতে হবে। সব লিফকে নিজ নিজ ইউনিয়ন পরিষদে বসার সুব্যবস্থা করতে হবে। এছাড়া, লিফদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি কাজী জসিমউদদীন, সাধারণ সম্পাদক জীবনানন্দ নাথ, চট্টগ্রাম বিভাগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খুলনা বিভাগের সভাপতি নুরুন্নবী শেখ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহী বিভাগের সভাপতি শাহজাহান আলী সরদার ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
টিএম/এফএম