ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলের মেয়র জাহাঙ্গীর বিশ্বাস আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
নড়াইলের মেয়র জাহাঙ্গীর বিশ্বাস আর নেই

নড়াইল: ডেগু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তিনি মারা যান। এর আগে, গত ১৮ নভেম্বর বুধবার ডেগু আক্রান্ত হয় এবং তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে নড়াইল থেকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
 
মেয়রের চাচাতো বোন শাহিনা আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।