ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে হিযবুত তাহরীরের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
খিলক্ষেতে হিযবুত তাহরীরের সদস্য আটক সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সারকে (২৫) আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৫ নভেম্বর) তাকে আটকের বিষয়টি জানান এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ।

এ সময় তার কাছ থেকে ১টি সিপিইউ ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে।  

তিনি জানান, গত ১৮ নভেম্বর দক্ষিণখান থেকে হিযবুত তাহরীরের ৪ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ ইসতিয়াককে আটক করা হয়। তিনি হিযবুত তাহরীরের ঢাকা মহানগরী ও গাজীপুর দক্ষিণ এলাকায় দায়িত্বশীল আল মাহমুদের প্রধান সহযোগী।

আটক ইসতিয়াক খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তাকে গত ১৮ নভেম্বর দক্ষিণখান থানায় দায়েরকৃত একটি মামলায় (নং-৪০) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।