ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বুরহান ফিরদৌস রাকাবের নতুন জিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
বুরহান ফিরদৌস রাকাবের নতুন জিএম কামিল বুরহান ফিরদৌস

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে বুধবার (২৫ নভেম্বর) প্রেষণে যোগদান করেছেন কামিল বুরহান ফিরদৌস। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন।

রাকাবের জিএম হওয়ার আগে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের জিএম হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন ডিভিশন হেড, ডিপার্টমেন্ট হেড, জোনাল হেড ও ব্রাঞ্চ হেড হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং বিষয়ে দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ-সেমিনারে অংশ নেন।

কামিল বুরহান ফিরদৌস ১৯৮৭ সালে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় সিনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে রুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।