ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ভটভটিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ধামইরহাটে ভটভটিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ভটভটির চাপায় আশরাফ সিদ্দিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ উপজেলার সিঙ্গারুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুপুরে ধামইরহাট থেকে বিদ্যুতের বিল দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আশরাফ। পথে বিহারীনগর নামক স্থানে নজিপুর থেকে আসা মাছ বোঝাই একটি ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত থ্রি-হুইলার) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভটভটিটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।