ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় জাল দলিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কুষ্টিয়ায় জাল দলিলসহ আটক ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আটটি জাল দলিল জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক দেলোয়ার হোসেন (৬৭) এবং তার সহকারী শিপন (২২)।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন জানান, বিকেলে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে দলিল লেখক দেলোয়ার হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় কুষ্টিয়া শহরসহ বিভিন্ন মৌজার জমি কেনা-বেচায় দাতা-গ্রহিতার মধ্যে হস্তান্তর সম্পাদিত আটটি জাল দলিলসহ দেলোয়ার ও তার সহযোগীকে আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ চক্রের মূলহোতা বা এতে আরও কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আটক দু’জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।