ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এফআর টাওয়ার: ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিটের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এফআর টাওয়ার: ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিটের সিদ্ধান্ত

ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগ মেলায় জমির মালিক, রাজউকের ১৫ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷

বুধবার (২৫ নভেম্বর) এ চার্জশিট অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দীক বাদী হয়ে ২০১৯ সালের ২৫ জুন মামলাটি দায়ের করেন।

মামলায় তদন্তে ১৮ জনকে চার্জশিটভুক্ত করা হয়েছে।  

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর বিধি-বিধান লঙ্ঘন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র ইস্যু, ফি জমা ও নকশা অনুমোদন না নিয়ে ভুয়া নকশা সৃজন ও এফআর টাওয়ারের ১৯ থেকে ২৩তলা পর্যন্ত নির্মাণ করে আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক দেওয়া, ফ্লোর বিক্রি ও অগ্নিকাণ্ডে জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতিসাধনের দায়ে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১৬৬/ ১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

এছাড়া মামলার তদন্তকালে অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ জন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।