ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত কালাই ফকির (৪৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা হলো দুই।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালাই ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাসের কান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছন।

এর আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সোমবার (২৩ নভেম্বর) সকালে এরই জের ধরে শ্রীযুতপুর গ্রামের উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ২১ জন আহত হন। গুরুতর আহত কালাম শেখ মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  

বাংলাদেশ সময়: ২১৩৪, নভেম্বর ২৫, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।