ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ার-অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বিয়ার-অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারী আটক বিয়ার-অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারী আটক, ছবি: বাংলানিউজ

ঢাকা: খিলক্ষেত নিকুঞ্জ-২ থেকে বিয়ার ও অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিকুঞ্জ-২ এর ১৪ নম্বর রোডের ৪০ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে দুই জনের নাম জানা যায়নি। আটকদের কাছ থেকে ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহল জব্দ করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এর ওই বাসায় অভিযান চালিয়ে তাদের ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহলসহ দুইজন নারী ক্যামেরুন নাগরিককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তাদের আরও সহযোগী সদস্য রয়েছে, তাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।