ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’ দল ফেনীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
সেনাবাহিনীর ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’ দল ফেনীতে ...

ফেনী: মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’ দলটি ফেনীতে যাত্রা বিরতি করে চট্টগ্রামের দিকে রওনা করেছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ ২০৮ জনের দলটি ফেনীর দাগনভূঞার জায়লস্কর উচ্চ বিদ্যালয়ে যাত্রাবিরতির পর চট্টগ্রামের দিকে রওনা করে।

 

এর আগে দলটিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান।

জানা যায়, জাতির পিতার প্রজ্জ্বলিত শিখার আলোয় সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই সাইক্লিং এক্সপেডিশনের আয়োজন করা হয়েছে।  

গত ৮ নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এ অভিযাত্রা শুরু হয়। আগামী ৩ ডিসেম্বর দলটির টেকনাফে পৌঁছার কথা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০ 
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।