ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আলী যাকেরের প্রতি দোরাইস্বামীর শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আলী যাকেরের প্রতি দোরাইস্বামীর শ্রদ্ধা

ঢাকা: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

শুক্রবার (২৭ নভেম্বর) এক টুইটার বার্তায় এ শ্রদ্ধা জানান তিনি।

টুইটারে ভারতীয় হাইকমিশনার লেখেন, আলী যাকের একজন মহান অভিনেতা, মুক্তিযোদ্ধা, একুশে পদক বিজয়ী, দেশপ্রেমিক এবং বাংলাদেশের অভিনয় শিল্পের প্রিয় তারকা। তার প্রতি আমার শ্রদ্ধা।

আলী যাকেরের উদ্দেশ্যে বিক্রম দোরাইস্বামী আরও বলেন, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য আপনার কাজ বার্তা হিসেবে বহন করবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নাট্যজন আলী যাকের।

৭৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আলী যাকের রেখে গেছেন স্ত্রী নাট্যজন সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া সর্বজায়াসহ অসংখ্যক ভক্ত-অনুরাগীকে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।