ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী ইজিবাইককে ২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
যাত্রীবাহী ইজিবাইককে ২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল ট্রাক

মাগুরা: মাগুরা-মহম্মদপুর সড়কের কালুকান্দি নামক স্থান থেকে একটি ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে টেনে-ছেঁচড়ে দুই কিলোমিটার নিয়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যাটারি চালিত ইজিবাইকে চালকসহ পাঁচজন থাকলেও কেউ হতাহত হননি বলে জানা গেছে।

ইজিবাইকের একজন যাত্রী বিনোদপুরের খালিয়া গ্রামের বাসিন্দা আজাদ মিয়া (৩৫) জানান, ট্রাকের পেছনে ইজিবাইক চলছিল। হঠাৎ ট্রাকটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের বাম্পার ট্রাকের পেছনের অংশে আটকে যায়। এ অবস্থায় ট্রাকটি চলতে শুরু করলে সঙ্গে ইজিবাইকটিও ছেঁচড়ে চলতে থাকে। যাত্রীরা চিৎকার করলেও ট্রাকচালক শুনতে পাননি। এভাবে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বিনোদপুর বাজারের লোকজন ট্রাকটি আটকে দেয়। এসময় অবস্থা বেগতিক বুঝে ট্রাক ফেলে চালক পালিয়ে যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।