ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে দুর্নীতি বিরোধী দিবসে মাস্ক বিতরণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
ত্রিশালে দুর্নীতি বিরোধী দিবসে মাস্ক বিতরণ  

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ উপলক্ষে মানববন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

বুধবার (০৯ ডিসেম্বর) ইনফিনিটি মেগা মলের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ইনফিনিটি মেগা মলের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুনিরুল হক খান, সাধারণ সম্পাদক মেজবাহুদ্দোজা, সাপ্তাহিক ত্রিশালবার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।