ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রলি খাদে পড়ে চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
লালপুরে ট্রলি খাদে পড়ে চালক নিহত 

নাটোর: নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলি খাদে পড়ে শামীম আহমেদ সামের (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।   

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় লালপুর-বাঘা সড়কের রহিমপুর এলাকায় পাওয়ার ট্রলি উল্টে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি।

বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

নিহত শামীম আহমেদ সামের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ওয়াজিল আলীর ছেলে।  

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, সকালে উপজেলার লালপুর-বাঘা সড়কের রহিমপুর এলাকায় আসার পথে ট্রলি চালক শামীম আহমেদ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশের একটি খাদে ট্রলিটি উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।