ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী জেলা আ'লীগের কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
ফেনী জেলা আ'লীগের কমিটি অনুমোদন ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

 

বুধবার (০৯ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছ থেকে অনুমোদিত কমিটি গ্রহণ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী (এমপি)।

দলীয় সূত্র জানায়, গত বছরের ২৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে অ্যাডভোকেট আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন হাজারীর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান আকরামুজ্জামান।  

অনুমোদিত কমিটিতে সভাপতির শূন্য পদে সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি হাফেজ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসএইচডি/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।