ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বকশীগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা  ৫ জয়িতাকে সম্মানানা। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

 

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত রোকেয়া দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমীন ফোরকান, এনজিও কর্মী নাসরিন আক্তার, জোসনা আক্তার, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।