ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১  আটক ধর্ষক।

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে রাজু উদ্দিন জসিম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (০৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি বাংলানিউকে নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর ) চকবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

কাইমুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, রোববার (২২ নভেম্বর) ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় ফেরার পথে চকবাজার মডেল থানার বেগম বাজার একটি বাড়ির সামনে এলে বাকপ্রতিবন্ধী ভিকটিম কিশোরীকে (১৪) বিভিন্ন প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় আসামি। ভিকটিমকে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।