ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্ষিক প্রতিবেদন উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্ষিক প্রতিবেদন উন্মোচন

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৯ ডিসেম্বর) গণভবনে এ বার্ষিক প্রতিবেদন উন্মেচন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সিকিউটিভ সেল ও পিইপিজেড এর মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী বলেন, প্রতিবেদনে বিশেষত করোন ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলা সফলভাবে পরিচালনার জন্য কীভাবে সরকারি সব প্রচেষ্টা সমন্বয় এবং পিএমওর তত্ত্বাবধানে মহামারির নেতিবাচক প্রভাবগুলি মোকাবিলা করে কীভাবে দেশ অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, সেদিকে বিশেষভাবে এই প্রতিবেদনটিতে জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।