ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
হাজারীবাগে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ হাজারীবাগে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২

ঢাকা: রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২।

আটক আসামির নাম মো. সাগর ইসলাম (২২)।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘লোভে পড়ে মাদক কারবারি মো. সাগর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে গাঁজা বিক্রয় ও সরবরাহ করতেন। এ অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। আসামি সাগর সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে ৫০ কেজি গাঁজাসহ রাজধানীতে আসেন। পরে রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে র‍্যাব-২ এর একটি দল হাজারীবাগ থানাধীন বেড়ীবাঁধ এলাকা থেকে তাকে আটক করে। এসময় মাইক্রোবাসের চালকের সিট থেকে দু’টি বস্তায় থাকা ৫০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। এছাড়া, তার কাছ থেকে মাদক বিক্রির ৯ হাজার ৫শ’ টাকা পাওয়া যায়। ’

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামি জানান, ঢাকায় গাঁজার ব্যাপক চাহিদা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে গাঁজার চালান সরবরাহ করতেন। দ্রুত বেশি অর্থ আয়ের নেশায়, তিনি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা উচ্চমূল্যে সরবরাহ করতেন। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে জানিয়েছেন তিনি। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ’

আটক মাদক কারবারি সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।