ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ মুসলীগ লীগ সভাপতি কামরুজ্জামান খান মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
বাংলাদেশ মুসলীগ লীগ সভাপতি কামরুজ্জামান খান মারা গেছেন আব্দুল মোনায়েম খান

ঢাকা: ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর সভাপতি, পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর আব্দুল মোনায়েম খান এর দ্বিতীয় পুত্র এইচ এম কামরুজ্জামান খান খসরু সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।  

মঙ্গলবার বাদ জোহর বনানী কবরস্থানের পাশে অবস্থিত পারিবারিক মসজিদে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা,  ডিসেম্বর ২৯, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।