ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় মাদক কারবারির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় মাদক কারবারির মৃত্যু প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারতের মাদক চোরাকারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে এক মাদক কারবারির মৃত্যু হয়।

নিহত ভারতীয় নাগরিকের নাম ডেভিড মোমিন (৪৬)। তিনি গারো হিলস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার দিবাগত মধ্যরাতে হালুয়াঘাটের সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তৌহিদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে মাদক চোরাকারবারি দল হালুয়াঘাট উপজেলা সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের ধাওয়া করলে তারা বিজিবির সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক ভারতীয় মাদক চোরাকারবারির মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে ২৬০ পিস ইয়াবা, ১২ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
একে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।