ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল, সা. সম্পাদক মাসুম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল, সা. সম্পাদক মাসুম

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি  মো. মশিউর রহমান মাসুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মোরেলগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের ভোট গ্রহণ শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়।



কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি হেমায়েত হোসেন হিমু, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, অর্থ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম কবির, কার্য নির্বাহী সদস্য মো. জামাল শরীফ, রফিকুল ইসলাম মাসুম, শামীম আহসান মল্লিক ও ফজলুল হক খোকন।

আগামী ১ জানুয়ারি থেকে নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো. জামাল শরীফ এবং প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহীন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।