ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

সিরাজগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘একজন মহান পিতা’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা খ.ম আখতার হোসেন, নবী নেওয়াজ খান বিনু, নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান।  

এর আগে, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।