ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ফেনসিডিল ও টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ফেনসিডিল ও টাকা

মেহেরপুর: ঘরের মধ্যে গর্ত খুঁড়ে পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ী রহমান শেখের। তার মাটির ঘরের মধ্যে গর্ত খুড়তেই বেরিয়ে এলো ১২০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ১ লাখ ৫৮ হাজার টাকা।

 

শনিবার (০২ জানুয়ারী) রাত ৯টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ফেনসিডিল ব্যবসায়ী রহমানকে গ্রেফতার এবং সেখান থেকে ১২০ বোতল ফেনসিডিল ও টাকা জব্দ করেন।  

আটক আব্দুর রহমান মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে।  

গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিমের (ডিবি) এস আই মুত্তরায় চৌধুরীর নেতৃত্বে ডিবির এএসআই মাহাতাব, জসিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর গ্রামের রহমানের বাড়ি ঘেরাও করে।

এসময় রহমানকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গর্ত খুঁড়ে সেখান থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং পলিথিনে মোড়ানো ফেন্সিডিল বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এরপরে বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গর্ত খুঁড়ে সেখান থেকে আরও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, রহমান ও তার ছেলে দীর্ঘদিন যাবত ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। রহমানকে গ্রেপ্তার করলেও তার ছেলে শাকিল পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। ফেনসিডিল ও টাকা উদ্ধারের ঘটনায় মুজিবনগর থানায় মামলার দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।