ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ডুমুরিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকায় বাসচাপায় বিল্লাল হোসেন শিকদার (৩২) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।  

রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল ঝিনাইদহ সদর উপজেলার রহমান শিকদারের ছেলে।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকায় বালুর ব্যবসা করতেন বিল্লাল। সকালে মোটরসাইকেলে করে চুকনগর যাচ্ছিলেন তিনি। পথে বালিয়াখালী এলাকায় পৌঁছালে খুলনাগামী একটা বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।