ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে ঘাটাইলে ঘর পাচ্ছে ১৭৬ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
মুজিববর্ষে ঘাটাইলে ঘর পাচ্ছে ১৭৬ পরিবার

টাঙ্গাইল: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১৭৬ পরিবার আধাপাকা ঘর পাবে বলে জানা গেছে।  

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণের কাজ চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে এ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাস জমিতে গৃহহীন ও ভূমিহীন ১৭৬ পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ঘরগুলো নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বাংলানিউজকে জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ করে সরকারি খাস জমি বরাদ্দ দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

এর মধ্যে উপজেলার রসুলপুর ইউনিয়নে ৪৩টি, সন্ধানপুর ইউনিয়নে ৩০টি, আনেহলা ইউনিয়নে ২০টি, দিগড় ইউনিয়নে ২৩টি, দেওপাড়া ইউনিয়নে ১৫টি এবং জামুরিয়া ইউনিয়নে ১০টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বাংলানিউজকে জানান, খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে উপকারভোগীদের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।